ধরলার পানি বিপদসীমা পেরিয়েছে
প্রতিক্ষণ ডেস্কঃ
উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ধরলা, ব্রহ্মপুত্র এবং তিস্তায়। তবে দুধকুমারে পানি কমেছে সামান্য। এর মধ্যে ধরলার পানি চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্রের পানি আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া তিস্তায় ১০ সেন্টিমিটার পানি বাড়লেও দুধকুমারে কমেছে তিন সেন্টিমিটার। এদিকে, ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় ২০০ চর ও দ্বীপচর প্লাবিত হয়েছে। পানিবন্দি রয়েছেন কুড়িগ্রাম সদরসহ ছয় উপজেলার অন্তত ৭৫ হাজার মানুষ।
গত কয়েকদিন ধরে পানিবন্দি থাকার কারণে মানুষ ও গবাদি পশুর খাদ্য কষ্ট চরমে উঠেছে। দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। রান্না ও যাতায়াতের সমস্যা প্রকট হয়ে উঠেছে। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এলাকায় গত দুই দিনে নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে ২৫টি পরিবার।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া