ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট পরিবহন শ্রমিকরা

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ১০:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ অপরাহ্ণ

সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে তারা এ ধর্মঘটের পথে গিয়েছে। কাল বাদে পরশু রোববারের মধ্যে পাথর উত্তোলনের সুযোগ না দেওয়া হলে পরদিন সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করবে সিলেট পরিবহন শ্রমিকরা। সিলেটের পরিবহন সংগঠনের নেতারা পরবর্তীতে পুরো বিভাগে লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছেন আজ ।

সিলেটের পরিবহন শ্রমিক নেতারা বলেছেন, সিলেটের পাথর দিয়ে সারা দেশে নির্মাণকাজ চলে। সিলেটের ভোলাগঞ্জ, বিছানাকান্দি, জাফলং ও লোভাছড়া কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে প্রায় ১৫ লাখ ব্যবসায়ী, শ্রমিক এবং পরিবহন শ্রমিক ও মালিক জড়িত। কিন্তু গত প্রায় পাঁচ বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকায় পরিবহন খাতের মালিক-শ্রমিকরা সংকটে আছেন। অধিকাংশ ট্রাকমালিক ঋণ নিয়ে বা কিস্তি দিয়ে ট্রাক কিনেছেন। কিন্তু পাথর কোয়ারি বন্ধ থাকায় ট্রাক মালিকরা পর্যাপ্ত ট্রিপ পাচ্ছেন না, ফলে তারা দেনায় জর্জরিত।

‘আমরা বিভিন্ন সময়ে পাথর কোয়ারি খুলে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি। গত ১৬ অক্টোবর কোয়ারি খুলে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমাদের দাবি মানার কোনো লক্ষণ নেই। আমরা বাধ্য হয়ে রোববার অবধি সময় দিয়েছি। এর মধ্যে কোনো সুরাহা না হলে সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হবে। পরবর্তীতে গোটা বিভাগে সব প্রকার পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হবে।’- বলেছেন সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G