ধর্ষণের মামলায় নরসিংদীতে ৬ জনের ফাঁসি

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৬ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

adalot_19673_1469028644

নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের ফ্যাক্টরির এক নারী শ্রমিককে (৩০) পালাক্রমে ধর্ষণের মামলায় ৬ জনের ফাঁসি ও দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদলত।

একইসঙ্গে মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণের অপরাধে পর্নগ্রাফী আইনে ৬ আসামিকে ৭ বছরের সশ্রম কারদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপর ৩টার দিকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মেদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পলাশ উপজেলার বাগপাড়া গ্রামের মো: কুদ্দুছ আলীর ছেলে আশিকুর রহমান (৩৫), তাজুল ইসলামের ছেলে ইলিয়াছ (২১) সিরাজ শেখের ছেলে রুমিন (২০) হানিফার ছেলে রবিন (২০), মন্টু মিয়ার ছেলে ইব্রাহিম (২২) ও আব্দুস ছালামের ছেলে আ. রহমান। ইব্রাহিম ও আ. রহমান অতিরিক্ত দুই লাখ টাকা জরিমানাসহ সাত বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ মে পলাশ উপজেলার বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির এক নারী শ্রমিক কারখানায় ডিউটি শেষে কারখানার মেসে ফিরছিলেন। এসময় জনতা জুটমিলের সামনের সড়কে পৌঁছালে আসামিরা ওই নারী শ্রমিককে জোর করে ধরে নির্জন স্থানে নিয়ে যায়।

পরে আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় এক আসামি তার মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে তারা ওই নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রাণ আরএফএল কোম্পানির এক কর্মকর্তা বাদী হয়ে ৬ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে, ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও চিত্রের ভিত্তিতে বিচারক উল্লেখিত ৬ আসামির বিরুদ্ধে এ রায় দেন।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G