ধূমপান ছাড়ার বিচিত্র পন্থা!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সিগারেটের নেশা ছাড়ার জন্য লোকে কত কি-ই না করেন। কিন্তু, শেষমেশ আর ছাড়া হয়ে ওঠে না। দু-দিন বন্ধ থাকলেও, ফের আবার ধুম লাগে ধূমপানে।
তুরস্কের বাসিন্দা ইব্রাহিম ইউসেলও চেষ্টা করে যাচ্ছিলেন এই নেশা ছাড়ার। যখন কোনো কিছুতেই কাজ হয়নি, মুখটাই ঢেকে ফেলেন খাঁচায়।
খাঁচাটি তিনি এমন ভাবে তৈরি করিয়েছেন, যাতে সিগারেট ঠোঁটে না ধরা যায়।
স্বাভাবিক ভাবে নিজেকে সংযত করতে না পেরে, এ ভাবেই নিজের নেশাকে দমিয়ে রেখেছেন ইব্রাহিম। চাইলে খাঁচাটি খুলেও ফেলতে পারবেন না। তালা-চাবি দেয়া থাকে। অফিসে বা কোথাও বেরোনেরা সময়, সেটি ঘরেই রেখে যান। ফলে, ধূমপানের ইচ্ছে হলেও কিছু করার থাকে না।
ইব্রাহিমের আশা, একদিন আসবে, ধূমপানের জন্য তখন আকুলি-বিকুলি করতে হবে না। চোখের সামনে কাউকে ধূমপান করতে দেখলেও ইচ্ছে করবে না সুখটান দেয়ার। আপাতত সেই দিনের অপেক্ষাতেই তিনি। সেদিন আর প্রয়োজন পড়বে না এই খাঁচার।
এরকম আরও কিছু খবর:
প্রতিক্ষণ/এডি/পাভেল