ধূমপান বাড়ায় আত্মহত্যার ঝুঁকি

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ পূর্বাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.

26890-smokingধূমপান শুধু শারীরিক স্বাস্থ্যেরই ক্ষতি করে না, ক্ষতি করে মানসিক স্বাস্থ্যেরও। একটি নতুন গবেষনায় উঠে এল এমনই তথ্য।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধুমপানের সঙ্গে নিবিড় যোগ রয়েছে আত্মহননের।

নিকোটিন অ্যান্ড টোবাকো রিসার্চ জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গেছে, যে সব দেশে ১৯৯০ থেকে ২০০৪ সালের মধ্যে ধুমপান নিষিদ্ধ করা হয়েছিল বা তামাকজাত দ্রব্যে আমদানি শুল্ক বাড়ানো হয়েছিল, সেইসব দেশে আত্মহত্যার হার অন্যান্য দেশের তুলনায় কম।

ওয়াশিংটন ইউনিভার্সিটি বায়ো মেড রেডিওতে গবেষক রিচার্ড গ্রুচা জানিয়েছেন, আমদানি শুল্ক এক ডলার বাড়ালে আত্মহত্যার ঝুঁকি কমে ১০%। যেইসব দেশে সিগারেটে আমদানি শুল্ক কম সেখানে আত্মহত্যার ঝুঁকি অন্তত ৬০% বেশি।

গবেষকরা জানাচ্ছেন সাধারণত অবসাদ, দুঃশ্চিন্তা, অ্যালকোহল বা ড্রাগ নির্ভরতা, স্কিজোফ্রেনিয়া বাড়িয়ে দেয় ধুমপানের প্রবনতা। কাজেই এটা বলা যেতেই পারে যে ধুমপানের ফলে বাড়তে পারে এইসব সমস্যা। যার থেকে আসতে পারে আত্মহননের ইচ্ছা। গ্রুচা জানালেন ধুমপান বিরোধী প্রচার বাড়ালে কমবে আত্মহত্যার ঝুঁকি।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G