নওগাঁয় কৃষকদের নিয়ে মতবিনিময় সভা
দিলিপ চৌহান, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলায় কৃষক হুমায়ন কবিরের মাঠে লাগানো উন্নত জাতের সিনজেনটা এস-১২০৩ হাইব্রীড জাতের ধান কর্তন শেষে ডিলার এবং কৃষককদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সিনজেনটা কোম্পানির আয়োজনে উপজেলার পাটিচরা ইউপির ঝুলিপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সিনজেনটা নজিপুর সেলস ইউনিট এর সিনিয়র সেলস ইউনিট লীডার কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলার কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীসহ স্থানীয় ডিলার, কৃষক প্রমূখ।
সভায় পোরশা, সাপাহার, পত্নীতলার কৃষক এবং সিনজেনটার ডিলারসহ প্রায় ৪ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এসময় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উন্নত জাতের সিনজেনটা এস-১২০৩ হাইব্রীড জাতের ধান কর্তন শেষে ধানের ফলন বিঘা প্রতি প্রায় ৩৩ মণ হওয়ায় এই ধানটি আবাদের জন্য উপস্থিত সকলকে উৎসাহ প্রদান করা হয়।
প্রতিক্ষণ/এডি/সাই