নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁ মহাদেবপুর ও সাপাহার উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন। বুধবার বেলা ১১টা ও দুপুর ১২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আজ বেলা ১১টার দিকে সাপাহারের তাজপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নাজির উদ্দীন নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হন।
এ ঘটনায় অন্তত ৩২ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী এলাকায় দুপুর ১২টার দিকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক লিটন মারা যান।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, গুরুতর আহত দুজনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশার যাত্রী অজ্ঞাত আরো একজন মারা যায়। তিনি জানান, নিহত লিটন নওগাঁ সদর উপজেলার পাঠাকাঠা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
প্রতিক্ষণ/এডি/আরএম