নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৪:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

দিলিপ চৌহান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় পূঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুজ্জামান সরকার এমপি বলেন,  বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইলেজশনের আওতায় এনে সরকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার প্রয়াশ চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মানষিক বিকাশ ঘটাতে লেখা পড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার অপরিহার্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, নির্মল কুমার ঘোষ, আব্দুল খালেক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, সাংবাদিক দিলিপ চৌহানসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এসময় প্রধান অতিথি পূঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে নেটিজন আইটি লিমিটেডের আওতায় উপজেলার প্রথম ডিজিটাইলেজশন বিদ্যালয় হিসাবে উদ্বোধন করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G