নওগাঁয় বাল্য বিবাহ বন্ধ
(নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি):
নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়ার জরুরী হস্তক্ষেপে উপজেলা সদর মানিকুড়া উত্তর পাড়ায় একটি বাল্য বিবাহ বন্ধ বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। সে সাথে নির্বাহী অফিসার ঐ গ্রামে গিয়ে বাল্য বিবাহসহ সমাজ থেকে সকল অন্যায় কাজ বন্ধে গ্রামবাসীদের হাত তুলে ওয়াদাবদ্ধ করেছেন।
শুক্রবার দুপুরে লুৎফর রহমানের নবম শ্রেণীতে পড়ুয়া ফাতেমা খাতুন (১৬) নামের এক ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংবাদিক নিয়ে ঐ বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।
পরে গ্রামবাসী, কনেসহ কনের পিতা মাতাকে উপস্থিত করে বাল্য বিবাহের কুফল সর্ম্পেকে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনে উপজেলা শিক্ষা ফান্ড থেকে দরিদ্র পরিবারের মেয়েটির লেখা পড়ার খরচ চালানোর ঘোষনা দিয়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এরপর জুম্মার নামাজ শেষে নির্বাহী অফিসার আবারো গ্রামবাসীদের একত্র করে ঐ গ্রাম থেকেই সাপাহার উপজেলাকে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদকমুক্ত সাপাহার গড়ার ঘোষণা দেন এবং বিয়ে বাড়ীতে রান্না করা সকল খাবার কোন আত্মীয় -স্বজন ও গ্রামবাসীদের না খেয়ে কোনো এতিম খানায় পাঠানোর নির্দেশ দেন।
প্রতিক্ষণ/এডি/শাআ
=====