নওগাঁয় বিএমডিএ-এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

দিলিপ চৌহান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলায় ভূ-পৃষ্ঠে পানির প্রাপ্ততা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরিকরণ প্রকল্প বিষয়ে উপজেলার কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর আয়োজনে আজ বুধবার দিনব্যাপী এ প্রশিক্ষণ বিএমডিএ রিজিয়ন-২ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিভিন্ন বিষয়ে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পত্নীতলার সহকারী প্রকৌশলী আল মামুন অর রশিদ এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর আলম প্রমূখ।

প্রশিক্ষণে কৃষকদের জেলায় ভূ-পৃষ্ঠে পানির প্রাপ্ততা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরিকরণ প্রকল্প বাস্তবায়নে এক ফসলি জমি, দুই ফসলি জমি, তিন ফসলি জমিতে রুপান্তরিত, অতিরিক্ত ফসল উৎপাদন, বীজের বালাই দমন, মেশিন ব্যবহার করে বিভিন্ন ফসলের বীজ বপন ও কর্তন, ফালি চাষ, বীনা কাটা পদ্ধতিতে ধানের চারা রোপনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষনে উপজেলার প্রায় ৫০জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G