ক্রীড়া ডেস্ক
ফিফার র্যাঙকিংয়ে ৫ নম্বর দল ইংল্যান্ড আর ওয়েলস হলো ১৯তম দল। পার্থক্য তো থাকবেই। ইংলিশদের ইউরোপিয় ছকের সামনে ৯০ মিনিট টিকে থাকা হয়নি ওয়েলসের। হেরে গেছে ৩-০ গোলের ব্যবধানে। টানা ২ ম্যাচে জয় ১ ড্র নিয়ে ৭ পয়েন্ট জমা করে ইংলিশরা বি গ্রুপে সেরা বাছাই।
ম্যাচের প্রধমার্ধে শক্তিশালী ইংল্যান্ড অবশ্য হতাশই ছিল। কারণ ৪৫ মিনিট গোল শূণ্য থেকেই মাঠ ছাড়তে হয়। তবে দ্বিতীয়ার্ধে দেখা গেলে অন্য ইংলিশ দল। ৫০ মিনিটে ইংলিশ মার্কোসের দেয়া গোলে এগিয়ে গেল ইংলিশরা। মাত্র ১ মিনিট পর ৫১ মিনিটে ফোডিন করলেন দ্বিতীয় গোল ২-০।
টানা ১৭ মিনিট ইংলিশ আক্রমণ সামাল দেবার পর ম্যাচের ৬৮ মিনিটে আবারে সেই মার্কোস নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলে স্বাদ নিলেন (৩-০)।
ওয়েলসের পক্ষে গোল পরিশোধ করা সম্ভব ছিল না। বি গ্রুপে ইরানকে ১ গোলে হারিয়ে আমেরিকা এ গ্রুপের দ্বিতীয় বাছাই।
সূত্র : ফিফা