নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২’ শুরু

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল
সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে। আজ ১৩
নভেম্বর রোববার সকালে রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের
উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল
হক শামীম, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ
মো. আসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, নগদ-এর
নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, মারুফুল হক ঝলক এবং হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল
ইসলাম সজল। টুর্নামেন্টের তত্ত¡াবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা ও
খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আমরা খুবই খুশি সাংবাদিকদের বৃহত্তম
নির্বাচিত সংগঠন ডিআরইউ সদস্যদের জন্য ফুটবল খেলার আয়োজন করেছে। এই আয়োজন সকল
সাংবাদিককে খেলার উৎসবে শামিল করবে বলে আশা করি।’

উদ্বোধনী অনুষ্ঠানের পরই অনুষ্ঠিত হয় নগদ লিমিটেডের সাথে ডিআরইউ এর প্রীতি ম্যাচ। এই ম্যাচে নগদ এর
কর্মকর্তাদের সাথে অংশ নেন ডিআরইউ এর সদস্যরা। শুরু থেকেই আক্রমণ, প্রতিআক্রমণে ভরপুর এই ম্যাচ
ছিলো দিনের সেরা আকর্ষণ। কোন দল ছাড় দিতে রাজী ছিলো না। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ থেকে একক
চেষ্টায় বল শট করেন নগদ-এর অধিনায়ক সাদমান হোসেন নাহিন। এই শট থেকে গোল করেন তাপস
আহমেদ। এই গোলেই ট্রফি জিতে নেয় নগদ। ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে ম্যান অব
দ্য ম্যাচ হন নগদ এর গোলরক্ষক কাজী রেজাউল ইসলাম। খেলা শেষে নগদ টিমের হাতে ট্রফি তুলে দেন
অতিথিরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G