নগরীতে রোদ-বৃষ্টির খেলা

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৭ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ অপরাহ্ণ

শারমিন আকতার:

এমন মেঘ-বৃষ্টির খেলা কেউ দেখেছে কিনা কে জানে। প্রথমে সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গেছে; যেন সন্ধ্যে নেমেছে। একটু বৃষ্টি শুরু হল কী হল না অমনি আকাশের কালো মেঘ ভেদ করে সূর্যের দীপ্ত আভা। মনে হল, এতক্ষণ কিছুই হয়নি। অথবা যা দেখেছেন তা ভুল দেখেছেন। সূর্যকে উপেক্ষা করে খানিক বৃষ্টি হল বটে; তবে খুব বেশিদূর এগুনো গেল না। কেন বলুন তো? যদি সূর্যিমামা রেগে যায়!

আকাশ এখন ঝলমলে। যে পাখিরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরে গিয়েছিল তারাও আবার উড়তে শুরু করেছে দিগন্ত থেকে দিগন্তে। সময়টা এখন এমনই, এই রোদ এই বৃষ্টি। এই দেখবেন ঝরো বাতাস। যে পথিকেরা হঠাৎ থমকে দাঁড়িয়েছিল, তারাও আবার কাজে লেগে পড়েছে। মুহূর্তেই সব আগের মতো, শুধু মৃদু ঠান্ডা বাতাসের স্পর্শ ছাড়া।

যারা বৃষ্টি দেখবে বলে আকাশের দিকে, বাতাসের দিকে গভীর আয়োজনে তাকিয়ে ছিল, তারাও এখন চোখ সরিয়ে নিয়েছে। মন ভেঙে গেছে বলে? নাকি তার মনের বৃষ্টিকে আকাশের বৃষ্টির সাথে এক করতে চেয়েছিল বলে?

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G