নতুন আইন করে খালেদার বিচার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

selimসারাদেশে নাশকতা চালিয়ে মানুষ হত্যার অপরাধে প্রয়োজনে নতুন আইন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, ‘আন্দোলনের নামে মানুষ হত্যা মানবতা বিরোধী অপরাধ। প্রচলিত আইনে এ অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে নতুন আইন করে একে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিচার করা হবে।’

রোববার দুপুরে বিএনপি-জামায়াতের অব্যাহত সহিংসতার প্রতিবাদের আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের মানুষ খালেদা জিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ব্যবসায়ী বুদ্ধিজীবী শিক্ষার্থীসহ সবাই তার বিরুদ্ধে সোচ্চার। খালেদা জিয়া, আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। প্রয়োজনে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি যুদ্ধ করে বাংলাদেশকে জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী ও রাজাকার মুক্ত করা হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদের নেত্রী উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘বাংলার মাটিতে খালেদা জিয়ার বিচার করা হবে।’

বিকেল ৩ টায় ধানমণ্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার পর্যন্ত ১৪ দলের পূর্ব ঘাষিত মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ আলম লেনিন, সাংগিঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, মেহজাবিন মোরশেদ এমপি প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G