নতুন চমকে স্মার্ট ফ্রিজ
স্যামসাং বাজারে নিয়ে আসছে নতুন সংস্করণের স্মার্ট ফ্রিজ। সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হতে যাচ্ছে প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী সিইএস-২০১৬। আর ঐ প্রদর্শনীতেই সামসাং তাদের এই আবিষ্কারকে দুনিয়ার সামনে তুলে ধরবে। তথ্যপ্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন দ্য ভার্জ থেকে এ খবর পাওয়া যায়।
জানা গেছে,পুরোনো প্রযুক্তিকে নতুন রূপ দিতে জুড়ি নেই দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের।নতুন সংস্করণে স্মার্ট ফ্রিজও তার মধ্যেই একটি। এটি দেখলে মনে হবে যেন, ফ্রিজের সামনে কোনো ট্যাবলেট কম্পিউটার বসিয়ে দেওয়া হয়েছে। আসলে তা নয়।চমক হলো এই নতুন স্মার্ট ফ্রিজে থাকবে বড় একটি পর্দা।
এখানে অ্যানড্রয়েড স্মার্টফোনের মতো যুক্ত থাকবে কিছু বাটন। তবে স্মার্ট ফ্রিজ কোন অপারেটিং সিস্টেমে চলবে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। অ্যানড্রয়েড, টাইজেন কিংবা অন্য অপারেটিং সিস্টেম নিয়েও স্মার্ট ফ্রিজে কাজ করতে পারে স্যামসাং।
স্মার্ট ফ্রিজ বাজারে এই প্রথম নয়। এর আগেও সামসাং বাজারে ছেড়েছিল এই ফ্রিজ। তবে সেসব ফ্রিজ যেমন পর্দার দিক থেকে ছোট ছিল, তেমনি তাদের কাজও ছিল সীমিত।
নতুন সংস্করণের এই স্মার্ট ফ্রিজ দিয়ে আপনি পত্রিকা পড়ার কাজটুকু সেরে ফেলতে পারেন ফ্রিজ ব্যবহারের সঙ্গে সঙ্গেই। শুধু তা-ই নয়, ফ্রিজ থেকে খাবার বের করা বা গুছিয়ে রাখার সময় গান শোনারও ব্যবস্থা থাকছে এই নতুন ফ্রিজে। আরো থাকছে ডিজিটাল টু-ডু লিস্ট বানিয়ে ফ্রিজের পর্দায় ভার্চুয়ালি ঝুলিয়ে রাখার সুযোগ! এর সঙ্গে বাজারের তালিকাটিও করে রাখতে পারবেন আপনার ফ্রিজেই।
যুক্ত থাকবে ভয়েস ইনপুট সুবিধা, চাইলে নিজের ফ্রিজের সঙ্গেও তাই একটু আলাপ সেরে নিতে পারবেন। ‘গ্রোশারিস বাই মাস্টারকার্ড’ অ্যাপযুক্ত কিছু স্মার্ট ফ্রিজের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এখান থেকে ধারণা করা যায়, এই অ্যাপ স্যামসাং যুক্ত করতে যাচ্ছে তাদের নতুন প্রযুক্তিতে, যার ফলে অনলাইনে বাজারের কাজটি সেরে নিতে পারবেন যে কেউ। প্যানডোরা, ক্যালেন্ডার, আবহাওয়া বিষয়ক অ্যাপগুলো যুক্ত থাকছে আগের মতোই।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি