নতুন বিপিএল লোগোতে তারকারা কে কোথায়?

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২২ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ সালের শুরুতে নতুন বছরে নতুন বিপিএল। নতুন লোগো-তে শুরু হবে ৯ম আসর।এ আসরে তারকা ক্রিকেটাররা কে কোথায়? এরই তালিকা ২১৭ থেকে আলাদা করা হলো।

কুমিল্লা ভিক্টোরিয়ানস –

সরাসরি চুক্তি- মোস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে- লিটন দাস, মোসাদ্দেক হোসেন,

ঢাকা ডমিনেটরস –

সরাসরি চুক্তি- তাসকিন আহমেদ। ড্রাফট থেকে- সৌম্য সরকার, শরীফুল ইসলাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স –

সরাসরি চুক্তি- আফিফ হোসেন। ড্রাফট থেকে- তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা।

ফরচুন বরিশাল –

সরাসরি চুক্তি- সাকিব আল হাসান। ড্রাফট থেকে- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়।

খুলনা টাইগার্স –

সরাসরি চুক্তি- তামিম ইকবাল। ড্রাফট থেকে- সাব্বির রহমান।

রংপুর রাইডার্স –

সরাসরি চুক্তি- নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)। ড্রাফট থেকে- হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ।

সিলেট স্ট্রাইকার্স-

সরাসরি চুক্তি- মাশরাফি বিন মুর্তজা। ড্রাফট থেকে- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন।

সূত্র : বিসিবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G