নতুন মিডিয়া বক্স-বিসিবিকে ধন্যবাদ

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২২ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

সেই ২০০৬ সালে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবার পর থেকে ২০১১ সালে প্রেস বক্সটি সংস্কার করা হয় ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যয়ে। ২০১১ ওডিআই বিশ্বকাপ আসরের পর থেকে লম্বা একটি সময় ২০২২ অবদি ভেঙ্গেচূড়ে গেছে সেই আধুনিক প্রেস বক্সটি।

নতুন করে অত্যাধুনিক সংঙ্কারের দরকার ছিল। সেটা হবে হবে করেও হচ্ছিল না। কিন্ত শেষ অবদি এ বছরের শুরুতে বিসিবি নিজস্ব অর্থে সাংবাদিকদের পেশাগত কাজের জায়গা প্রেস বক্সটি নতুন করে সংঙ্কার করেছে।

নতুন অত্যাধুনিক সংঙ্কার করা প্রেস বক্সটি আজ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ভারত সিরিজের আগে আনুষ্ঠানিক ভাবে সাংবাতিকদের সামনে উদ্বোধন করলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G