নতুন মুখের অপেক্ষায় ব্রিটিশ রাজপরিবার

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

william-kateব্রিটিশ রাজপরিবারে আসছে নতুন সদস্য। প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট একারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় কেটকে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে নেওয়া হয় বলে কেনসিংটন প্রাসাদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এসময় তার সঙ্গে প্রিন্স উইলিয়ামও ছিলেন বলে জানা গেছে।

৩৩ বছর বয়সী কেটকে হাসপাতালের লিন্ডো উইংয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজদম্পতির এক মুখপাত্র।

১৯৮২ সালে এই হাসপাতালেই প্রিন্স উইলিয়ামের জন্ম হয়। তিনি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার প্রথম সন্তান।

সন্তান ছেলে হবে, নাকি মেয়ে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও এরই মধ্যে ব্রিটিশ রাজপরিবারের নতুন এই সদস্যের নাম নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে জল্পনা-কল্পনার।

মেয়েদের ক্ষেত্রে ব্রিটেনে সবচেয়ে জনপ্রিয় নাম এলিজাবেথ, চার্লট ও ভিক্টোরিয়া। আর ছেলেদের ক্ষেত্রে জনপ্রিয় নাম আর্থার ও জেমস।

প্রথা অনুযায়ী, নবজাতকের জন্মের পরপরই বাকিংহাম প্রাসাদে নোটিশ ঝুলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে ২০১৩ সালের ২২ জুলাই কেট ও প্রিন্স উইলিয়াম দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G