নরসিংদীতে তিন সহোদর খুন, ভাই আটক
নরসিংদী সদর উপজেলায় আলোকবাড়ি গ্রামের পূর্বপাড়া থেকে বুধবার সকালে একই পরিবারের তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- আবুল কালাম মিয়ার মেয়ে মারজিয়া (৬), মরিয়ম (৮) ও ছেলে ইয়াছিন (১০)। ঘাতক রুবেল মিয়াকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
পুলিশ ও নিহতদের পরিবারের লোকজন জানান, পারিবারিক বিরোধের জেরে ধরে রুবেল মিয়া তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনা টের পেয়ে বড় ভাই আতিকুর রহমান তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে আহত করে রুবেল মিয়া। স্থানীয়রা আহত অবস্থায় আতিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনার পর পরই গা ঢাকা দেন ঘাতক রুবেল। পরে বুধবার সকালে গ্রামের একটি নির্জনস্থান থেকে গ্রামবাসী তাকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ রুবেলকে বাঁধা অবস্থায় আটক করে নরসিংদী সদর মডেল থানায় নিয়ে আসে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। সদর মডেল থানার উপপরিদর্শক মোতাব্বির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে গলাটিপে হত্যা করা হয়। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ নিশ্চিত নই, তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল