নরসিংদীতে মে দিবস পালিত
শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে শ্রমিকদের নিয়ে এক র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
এরপর “শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” স্লোগানকে লক্ষ্য রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ন ম ফয়জুল হকের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আআব্দুল মোতালিব পাঠান, বাস মালিক সমিতির জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক লরি মালিক সমিতির জেলা সভাপতি জাকির হোসেন মৃধা, অটোটেম্পু মালিক শ্রমিক সমিতির সভাপতি মো. রফিক মিয়া, ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি আনিসুর রহমান আনিছ প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহাবুব হাসান শাহীন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহ আলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আহম্মেদ, মাসুদ কামাল, জাকিয়া সুলতানাসহ জেলার বিভিন্ন কারখানা থেকে আগত শ্রমিক।
এসময় বক্তারা জেলার কারখানাগুলোতে শ্রমিকদের শ্রম আইন মেনে পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষাতে শ্রমিক সংগঠনের নেতাদের কাজ করার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করার জন্য মালিকদের অনুরোধ জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/সাই