নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৫

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

লোগাীগোনাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় এক গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে।

রোববার ভোরে দেশটির বেনু অঙ্গরাজ্যের এগবা গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে।

তবে স্থানীয় রাজনীতিক অডু সুলের দাবি এ হামলায় কমপক্ষে ৮১ জন নারীপুরুষ নিহত হয়েছে।

ধারণা করা হচ্ছে, এই অঞ্চলের রাখাল ও কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে রাজ্য পুলিশের মুখপাত্র অস্টিন এযানি বলেছেন, হামলায় জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরও রাখাল ও কৃষক সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বন্দুকধারীদের হামলায় কাদুনা গ্রামে নিহত হয় অন্তত ১শ’ গ্রামবাসী।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G