নাইজেরিয়ায় ১০০ যোদ্ধা নিহত
প্রতিক্ষণ ডেস্ক
নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত ১০০ যোদ্ধা নিহত হয়েছে। এক সেনা অভিযানে এ ঘটনা ঘটে। এ সময় তাদের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
এদিকে, অভিযানকালে বোকো হারামের হাতে বন্দি থাকা অন্তত ৯০০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের মুক্তি দেওয়া হয়।
গত ২৬ থেকে ২৮ নভেম্বর নাইজেরিয়ার উত্তর সীমান্তে থেকে দূরের এক অঞ্চলে এ অভিযান চালায় ক্যামেরুনের সেনাবাহিনী। অভিযানে নাইজেরিয়া ও চাঁদের সেনা সদস্যরাও অংশ নেয়।
বুধবার (২ ডিসেম্বর) ক্যামেরুনের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জোসেফ বেটি অসমো জানিয়েছেন, অভিযানের সময় যে গোলা-বারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে তা আইএসের কাজে লাগতো।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি