নাটোরে অর্ধ-মাথাওয়ালা শিশুর জন্ম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

download (3)দীর্ঘ প্রতিক্ষার পর মায়ের কোলে এসেছে ছেলে নবজাতক। তবে অন্যান্য নবজাতকের মতো নয়, অস্বাভাবিক। পুরো শরীর ঠিকই আছে কিন্তু মাথা হয়েছে অর্ধেক।

এমনই এক শিশুর জন্ম হয়েছে নাটোরের সিংড়ায়। বর্তমানে ওই শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে চিকিৎসক বলছেন, এ ধরণের শিশু কম সময়ই বেঁচে থাকে।

রোববার দুপুরে স্থানীয় একটি ক্লিনিকে শিউলী বেগম নামের এক প্রসূতি মা অর্ধমাথার এক পুত্র সন্তানের জন্ম দেন।শিউলী সিংড়া পৌর এলাকার চকসিংড়া মহল্লার আ. মতিনের স্ত্রী।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।

পারিবারিক ও ক্লিনিক সূত্রে জানা গেছে, চকসিংড়া মহল্লার আ. মতিনের সন্তান সম্ভবা স্ত্রী শিউলী বেগমের প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।

পরে ডা. আখের আলী মন্ডলের সিজারিয়ান অপারেশনে নবজাতকটির জন্ম হলে দেখা যায় অর্ধ মাথা নিয়ে শিশুটি পৃথিবীতে এসেছে।

পরে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়া হলে শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়। প্রায় ১১ বছর আগে আ. মতিনের সাথে শিউলী বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে।

শিশুটির উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।এ ব্যাপারে ডা. আখের আলী মন্ডল  জানান, জন্মগত ত্রুটির কারণে এ রকম শিশুর জন্ম হয়। তবে এ ধরণের শিশুরা খুব কম বাঁচে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G