নাদিয়া বাঁচতে চায়….
নিজস্ব প্রতিবেদক
মিরপুরের কনসার ক্যাম্পের একটি ভাড়া বাড়িতে মায়ের সাথে বাস করছে শিশু নাদিয়া। বছর দেড়েক আগে, জ্বর ও খিঁচুনির কারণে ব্রেনস্ট্রোক হয় তার। এতে অবশ হয়ে যায় নাদিয়ার শরীরের কিছু অংশ। বর্তমানে চিকিৎসার অভাবে ধীরে ধীরে অবনতি ঘটছে তার শারীরিক অবস্থার। প্রয়োজন জরুরী অস্ত্রোপচার। শারীরিক অবস্থা প্রসঙ্গে নাদিয়া জানায়,
‘‘ আমার পা, হাত সব প্যারালাইসড হয়ে গেছে। মুখে ব্যাথা হয়। আমি পড়ালেখা করতে চাই। ম্যাডাম হতে চাই। ’’
পিতৃহীন নাদিয়ার গার্মেন্টসকর্মী মা, সহায় সম্বল বিক্রি ও ধার-দেনা করে এতোদিন কোনমতে নাদিয়ার চিকিৎসার খরচ চালালেও অর্থ সংকটের কারণে এখন তিনি নিরুপায়। এ নিয়ে নাদিয়ার মা জানায়,
‘‘ সমাজের সবার কত টাকা কত দিকে যায়। আমার এতিম বাচ্চাটার জন্য দিলে ওর জীবনটা ফিরে যায়। ও পড়ালেখা করতে চায় । ’’
আমাদের সবার খানিকটা সাহায্য আর সহানুভূতিই পারে নাদিয়াকে সুস্থ্য করে তুলতে।
সাহায্য পাঠানোর ঠিকানা- মিনার বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর – ২১৯১২, ইসলামী ব্যাংক লিমিটেড, মিরপুর পল্লবী শাখা । মোবাইল নম্বর : ০১৯২৮৭০৮৩২০।