নামিয়ে নেয়া হচ্ছে নির্বাচনী বিলবোর্ড

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

bilboardঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঝুলানো নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলছেন প্রার্থীরা।

বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এগুলো সরানোর নির্দেশ দেন।

কমিশনের এমন নির্দেশ পেয়ে এরই মধ্যে বিলবোর্ড সরানোর কাজ শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

তিনি  বলেন, ‘বুধবার রাত থেকে আমার কর্মীরা সোনারগাঁও হোটেল থেকে শুরু করে শাহবাহ হয়ে সব বিলবোর্ড ও ব্যানার নামিয়ে ফেলার কাজ শুরু করেছেন।’ বিলবোর্ড সরানো হচ্ছে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেন, ‘কমিশনের নির্দেশ মোতাবেক নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে আমার সব বিলবোর্ড সরিয়ে ফেলা হবে। রাত থেকে কর্মীরা বিলবোর্ড সরানোর কাজ শুরু করবেন।’

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G