নারায়ণগঞ্জে ট্রেনে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।
রোববার রাত ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে ট্রেনটির দুটি বগিতে আগুন দেওয়া হয়।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রেনটির দু’টি বগিতে আগুন ধরে যায়।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন রাত ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এসে পৌঁছায়। রাত ১১টা ৫মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেনের ইঞ্জিনটি ঘুরানোর সময় পেছনের দুটি বগিতে কে বা কারা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন বগিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জিআরপি পুলিশ ও আনসার। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আনসারের দায়িয়েত্ব থাকা কমান্ডার সেলিম মিয়া জানান, তাদের একটি টিম চাষাঢ়া হতে কেন্দ্রীয় রেল স্টেশনে ট্রেনের পেছনে আসার আগেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
প্রতিক্ষণ /এডি/কালাম