নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় নোয়াব স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে পুড়ে যান কয়েক শ্রমিক। এছাড়া তাড়াহুড়ো করতে গিয়ে আহত হন কয়েকজন।
আগুনে পুড়ে গেছে মিলের বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ। এতে মিলের প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রোকনুজ্জামান (৩৭), হাফিজুল ইসলাম (১৮), নাসিমা (১৬), হাওয়া (১৮), ওয়াদুদ (২৫), ইসমাইল (৪২), আসমা (৩০) ও আফরোজা (৩০) নাম জানা গেছে।
তাদের বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাফিজুল এবং হাওয়ার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নোয়াব স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক লায়ন বিএম আতিকুর রহমান জানান, মধ্যরাতে মিলের একটি সাইটে হঠাৎ করে আগুন ধরে যায়। দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে।
এ সময় আগুন নিভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এর চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে মিলের বিপুলপরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ওই মিলের গাড়িচালক আলমগীর হোসেনের দাবি, আগুন লাগার সময় আহতরা ডিউটিতে ছিলেন। তার সবাই ওই মিলের শ্রমিক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ডিএডি) মমতাজ উদ্দিন আহমেদ জানান, গ্যাসের মিটার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/লিজা