নারীসহ ৯ ব্রিটিশ শিক্ষার্থীর আইএসে যোগদান

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

ব্রিটেনের মেডিকেল পড়ুযা ৯ ছাত্র সিরিয়ায় পাড়ি দিয়েছে। তারা সেখানে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রিত হাসপাতালে সেবা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ দৈনিক অবজার্ভার এ খবর দিয়েছে। নয় শিক্ষার্থীর মধ্যে  চারজন নারী ও ৫ জন পুরুষ।

তারা গত সপ্তাহে তুরস্ক হয়ে সিরিয়ায় ঢুকেছে। এসব শিক্ষার্থী সুদানে পড়াশুনা করছিলেন।

এসব মেডিকেল শিক্ষার্থীর বয়স কুড়ি বছরের কাছাকাছি। তারা সবাই সুদানি বংশোদ্ভূত হলেও ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বেড়ে উঠেছেন।

ব্রিটেনের ৬০০  নাগরিক  ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি তিন ব্রিটিশ তরুণী সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দেয়ার জন্য লন্ডন ত্যাগ করেন। তারা সেখানে ইসলামিক স্টেটের জঙ্গিদের বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে। ওই তিন তরুণীর মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G