নারী দিবসে তারিনের ‘নষ্ট কষ্ট’

প্রথম প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1406301599_2_0দাম্পত্য সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিমুহুর্তেই স্বামীকে খুন করার ইচ্ছে জাগছে তারিনের। কিন্তু কিছুতেই তা করতে পারছেন না। কিংবা এমন জঘন্য কাজ তার পক্ষে করা সম্ভব নয়।

এরই মধ্যে একদিন রাতে, তারিন স্বপ্নে দেখেন নিজ হাতে স্বামীকে খুন করেছেন। সেই খুনের শাস্তি স্বরূপ তাকে ফাঁসির মঞ্চেও দাঁড়াতে হয়। ঘুম ভেঙে গেলে, আবারও সেই সংসারের মায়ায় জড়িয়ে যান তিনি।

আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে এমনই এক জীবনধর্মী গল্প নিয়ে আবু রায়হান জুয়েল নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘নষ্ট কষ্ট’।

মুন্না রহমানের রচনায় নাটকটিতে তারিনের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম।

নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সংসার জীবনে নারীরা প্রতিমুহুর্তে এমন ঘটনার সম্মুখীন হন। তারপরও তারা জীবন সংগ্রাম চালিয়ে যান। সংসারের মায়ায় আটকে যান।’ এরকম নানা বিষয় থাকছে এটিতে।

প্রতিক্ষণ/এডি/সাইমুম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G