নারী নির্যাতন প্রতিরোধে রিক্সা র্যালি
জেলা প্রতিনিধি
বরিশাল মহানগরীতে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আভাস- এলএইচডিপি প্রকল্পের আয়োজনে এবং অক্সফ্যামের সহযোগিতায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বর থেকে পিতামাতা ও কন্যা শিশুদের সমন্বয়ে এক বর্ণাঢ্য রিক্সা র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মো. টিপু সুলতান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আভাসের কর্মী, বরিশালের নারী নেতৃবৃন্দ, মিডিয়া পারসন, সিভিল সোসাইটির ব্যক্তি, নারী আড্ডা দলের সদস্য এবং এনজিও প্রতিনিধিবৃন্দ। এ্যাড. শেখ মো. টিপু সুলতান এমপি তার বক্তব্যে বলেন, পরিবার থেকে নারী ও কন্যা শিশুদের সর্বপ্রথম নিরাপত্তা দিতে হবে। প্রত্যেক ব্যক্তি যদি প্রতিজ্ঞা করেন যে তার দ্বারা কোন নারী ও শিশু নির্যাতিত হবেনা- তবেই এ নির্যাতন দূর করা সম্ভব হবে। ব্যক্তিপর্যায় থেকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বপ্রথমে পরিবারকে নির্যাতন মুক্ত এবং নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ করে গড়ে তুলতে হবে। আকর্ষণীয় এই রিক্সা র্যালিটি বরিশাল অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিক্ষণ/এডি/এআরকে