সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয়শিল্পী নায়করাজ রাজ্জাকের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছিল। হাজারও মানুষ ফুলেল শুভেচ্ছা ও চোখের জলে চলচ্চিত্রের এই প্রাণপুরুষকে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে তার লাশ নেয়া হয়।
এর আগে আজ বেলা ১১টায় ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে নায়করাজের মরদেহ নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। সেখানে জানাজা শেষে কিংবদন্তী এই অভিনেতাকে আনা হয় শহীদ মিনারে।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ ও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ সন্তানসহ, অসংখ্য বন্ধু-বান্ধব, ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিক্ষণ/এডি/শাআ