নিঃশর্ত ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী কামরুল

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৬ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

Kamrulমীর কাসেম আলীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় আদালতের চাওয়া ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেছেন। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তলবে হাজির হতে এক সপ্তাহ সময়ের আবেদন জানিয়েছেন তিনি।

সোমবার আদালতে এ আবেদন করেন খাদ্যমন্ত্রী।

তার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত অবমাননার অভিযোগে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন খাদ্যমন্ত্রী। একটি সম্মেলনে দেশের বাইরে থাকায় মঙ্গলবার আপিল বিভাগে হাজির হতে পারছেন না তিনি। এজন্য সময় প্রার্থনা করে আবেদন করেছেন তিনি।    

উল্লেখ্য, জামায়াত নেতা মীর কাসেম আলীর বিচার আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় প্রধান বিচারপতিকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ৮ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার তাদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য করা হয়। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G