নিউইয়র্কে বাংলাদেশি নারীকে হত্যা

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৬ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

8

নিউ ইয়র্কের জ্যামাইকায় ছুরিকাঘাতে নাজমা বেগম নামের ৬০ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময়  (৩১ আগস্ট)বুধবার রাত ১০টার দিকে জ্যামাইকার ১৬০-১২ নম্বর নরমাল রোডে এ হত্যাকাণ্ড ঘটে।

কুইন্সের জ্যামাইকা হিলস এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

স্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টিভির ফেসবুক পাতায় খবরটি প্রাথমিকভাবে তুলে ধরা হয়।  পরে নিউইয়র্ক থেকে একাধিক বাংলাদেশি সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের ধরন এখনও অস্পষ্ট। কারণও জানা যায়নি। তবে পুলিশ খবর পেয়েই তৎপর হয়েছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে রাখা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G