নিখুঁত পোকার’ খেলবে কম্পিউটার প্রোগ্রাম

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৬:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

Computer+program
নিখুঁত পোকার খেলতে সক্ষম এবং কখনও ভুল করবে না, এমন কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন বিজ্ঞানীরা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এমন প্রোগ্রাম নতুন নয়, ১৯৯৭ সালে আইবিমের সুপারকম্পিউটার ‘ডিপ ব্লু’ দাবা খেলায় হারিয়ে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি কাসপারভকে।
তবে ধরন এক হলেও বৈশিষ্ট্যের দিক থেকে এ প্রোগ্রামটি ভিন্ন। এ ধরনের প্রোগ্রামগুলো তথ্য আদান-প্রদানের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু পোকার খেলোয়াড় এই প্রোগ্রামটি সিদ্ধান্ত নেবে নিজ অভিজ্ঞতার ভিত্তিতে। কারণ, পোকার এমন একটি খেলা যেখানে খেলোয়াড়রা জানতে পারেন না অপর খেলোয়াড়ের হাতে কোন কার্ড রয়েছে।
এ জন্য প্রোগ্রামটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি পোকার খেলে, সে খেলার প্রতিটি সিদ্ধান্ত মনে রাখে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ইতোমধ্যেই প্রোগ্রামটি লক্ষ কোটিবারের বেশি পোকার খেলেছে।
এ প্রসঙ্গে পোকার খেলোয়াড় প্রোগ্রামটির প্রধান গবেষক ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার মাইকেল বোলিং জানিয়েছেন, কৌশল নিখুঁত করার স্বার্থে গত দুমাস যাবত প্রতি সেকেন্ডে ২৪ লাখ কোটিবার পোকার খেলে যাচ্ছে প্রোগ্রামটি।
মানুষ যাতে প্রোগ্রামটি পরীক্ষা করে দেখতে পারেন, সে জন্য অনলাইনে দেওয়া হয়েছে এই পোকার-এইস অ্যালগরিদম, চাইলে এর বিরুদ্ধে খেলাও যাবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G