নিখোঁজদের তালিকা হচ্ছে

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

shidulD31অবৈধপথে বিদেশগামী হিসাবে পাচারের আশঙ্কায় নিখোঁজদের তালিকা তৈরীর জন্য প্রত্যেক জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক।

শনিবার কক্সবাজারের কলাতলী রোড়ের সাংস্কৃতিক কেন্দ্রে মাদক ও মানব পাচার বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ কথা বলেন।

আইজিপি বলেন, মানব পাচার বন্ধ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ । মানবপাচারের মতো অপরাধের সঙ্গে যদি পুলিশের কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাচারকে নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো জানান, পাচারের উদ্দেশ্যে এই মুহুর্তে দেশ থেকে কত লোক নিখোঁজ রয়েছে তার কোন তালিকা আমাদের কাছে নেই। তবে প্রত্যেক জেলা থেকে কত লোক নিখোঁজ রয়েছে আর নিখোঁজদের মধ্যে পাচার হওয়া লোকের তালিকা তৈরী করা হচ্ছে।

সভায় আরো উপস্থিত ছিলেন-চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম, কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G