নিজস্ব ল্যাপটপ আনছে ‘শাওমি’
প্রতিক্ষণ ডেস্ক
বিশ্ববাজারে নিজস্ব ল্যাপটপ আনতে যাচ্ছে শাওমি। আর তার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা, অতিশীঘ্রই পাওয়া যাবে “শাওমি” এর ল্যাপটপ। এক প্রতিবেদনে এমন একটি চমকপ্রদ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
প্রতিবেদনে আরও বলা হয়, ল্যাপটপের জন্য প্রয়োজনীয় মেমোরি চিপ সরবরাহের জন্য স্যামসাংয়ের সাথে এক দফা কথাও নাকি বলে ফেলেছে শাওমি।
তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, শাওমির পরিকল্পনা অনুযায়ী বাজারে থাকা অন্যান্য কোম্পানির প্রিমিয়াম ল্যাপটপ, যেমন- অ্যাপলের ম্যাকবুক এবং লেনোভোর থিংকপ্যাডের সাথে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে চীনা এই কোম্পানিটি।
এদিকে আইডিসির তথ্য অনুযায়ী, বিশ্বের সবথেকে মূল্যবান এই স্টার্টআপ কোম্পানিটি বিশ্ববাজারে স্মার্টফোন মার্কেট শেয়ারের দিক থেকে চার নাম্বার অবস্থানে রয়েছে। শাওমি বরাবরই তাদের স্মার্টফোনগুলোতে অপেক্ষাকৃত কম দামে হাই-এন্ড স্পেসিফিকেশন ব্যবহারের জন্য জনপ্রিয় হয়েছিল।
আর যখন তারা বিশ্ববাজারে তাদের নিজস্ব ল্যাপটপ আনার ঘোষণা দিল সেখানেও তারা সেই একই পদ্ধতি অনুসরণ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
প্রতিক্ষণ/এডি/তাফ