নিজেদের জন্যই সবাই ক্ষমতা দখল করে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ক্ষমতা যারা দখল করে তারা নিজেদের জন্যই করে, অন্যদের ক্ষমতায় বসানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটবিল মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের তৃতীয় মুত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি মনে করে ক্ষমতা দখল করে একজন অন্যজনকে ক্ষমতায় বসাবে তাহলে সেটা দিবা স্বপ্নের মতো। ক্ষমতা অর্জন করা হয় নির্বাচন ও গণঅভ্যুথানের মধ্য দিয়ে। তবে টুকরো টুকরো আন্দোলন দিয়ে গণঅভ্যুথান গড়ে ওঠে না।’
২০ দলীয় জোট সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘২০ দলীয় জোটের মিছিলে এখন কোথাও দুইশো/পাঁচশো লোকের বেশি দেখা যায় না। এটার নাম দেশ বাঁচাও আন্দোলন হতে পারে না। পৃথিবীতে কোনো গণআন্দোলন ছাড়া সরকারের পতন হয়েছে এমন কথা আমার জানা নেই। এখন আন্দোলনের ধরন বদলেছে। কোথাও প্রেস ব্রিফিং করা হয় না। অথচ অন্ধকারে থেকে হঠাৎ ডাক আসে ‘অবরোধ চলবে’।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনে না গিয়ে তারা (বিএনপি) যে ঐতিহাসিক ভুল করেছে তার খেসারত দিতে হচ্ছে দেশের নিরীহ জনগণকে। আজ তারা শিশু-নারী থেকে শুরু করে বাসের ড্রাইভারদের পুড়িয়ে মারছে। এটাকে কি দেশপ্রেম বলা যায়? এখন বোমা হামলা সীমিত হয়ে এলেও শুরু হয়েছে ভূমি অফিসে হামলা। গরীব জনগণের জমি জমা রেকর্ড যেখানে আছে সেখানেই সেখানে আগুণ দিচ্ছে তারা।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হাস্যকর অবরোধ-হরতালের ডাক দিয়ে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। তাদের প্রাইভেটকার ঠিকই রাস্তায় চলে। এটা কি ধরনের আন্দোলন?’
চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা দিলারা, অভিনেত্রী ফাল্গুনী হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/রাজন