নিজেদের তৈরি প্রথম রণতরী নামালো চীন

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ১:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করলো চীন। উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ ও উত্তেজনার মধ্যেই বুধবার নতুন রণতরীটি সাগরে নামায় চীন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, চীন গভীর সমুদ্রে তাদের সক্ষমতা বাড়াতে তৎপর। এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি দেশীয় নকশা ও পদ্ধতিতে বিমানবাহী রণতরিটি বানিয়েছে।

২০১৩ সালে রণতরীটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। ২০১৫ সালে চীন আনুষ্ঠানিকভাবে এটি নির্মাণ শুরুর কথা স্বীকার করে। ৫০ হাজার টনের এই জাহাজটি চীনের তৈরি জে-১৫ যুদ্ধবিমান বহন করবে।

সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বিমানবাহী রণতরীটির নকশা চীনে করা হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। ২০২০ সালের আগে এটি কমিশনড হবে না বলে ধারণা করা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, রণতরীটি পুরোপুরি অস্ত্রে সজ্জিত করতে এই সময় লাগবে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G