নিজের শরীরই হয়ে যাবে কি-বোর্ড
প্রতিক্ষণ ডেস্ক:
বিজ্ঞানের নতুন আবিষ্কার ‘ট্যাপ স্ট্র্যাপ’ ডিভাইস। এর মাধ্যমে যেকোন পৃষ্ঠকেই বানিয়ে ফেলা যাবে কি-বোর্ড। এক্ষেত্রে কাপড়ের মতো বস্তু দিয়ে ব্যান্ডের আদৌলে তৈরি এই ডিভাসইটির পাঁচটি ছিদ্রে হাতের পাঁচ আঙুল প্রবেশ করিয়ে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে নিতে হবে যেকোনো ব্যবহার্য ইলেকট্রনিক্স। হতে পারে তা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব কিংবা কম্পিউটার। ব্লুটুথ সংযোগ যতদূর পাওয়া যাবে ততদূর পর্যন্ত যেকোনো পৃষ্ঠকেই বানানো যাবে কিবোর্ড। এরজন্য আপনাকে জানতে হবে এর টাইপিং পদ্ধতি।
কোন আঙুলের ছোঁয়ায় বড় হাতের হরফ কিংবা কোন আঙুলের দ্বারা ছোট হাতের হরফ হবে তা আগে থেকেই আয়ত্তে আনার জন্য, রয়েছে একটি অ্যাপ। এই অ্যাপে ঘণ্টা খানিক গেম খেললেই আপনি শিখে যাবেন এর টাইপিং পদ্ধতি। এরপর হাতের কাছে যে বস্তটিই থাকুক না কেন তাকেই ব্যবহার করা যাবে কি-বোর্ড হিসেবে।
আঙুলে পরিধান করে যেকোনভাবেই ব্যবহার্য এই ডিভাইসটি তৈরী করেছে ট্যাপ সিস্টেম ইনকোর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, এ বছরের আগস্ট নাগাদ তাদের এই পণ্যটি বাজারে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৯ ডলার।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস