নিত্যরঞ্জন হত্যাঃ মামলা দায়ের
প্রতিক্ষণ ডেস্কঃ
পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ওই সেবাশ্রমের সম্পাদক যুগোল কিশোর ঘোষ।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশের বিশেষ অভিযান চলছে।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের কর্মচারী নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন বলে সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। ইতোমধ্যে এ হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শুক্রবার রাতে আইএসের বার্তাসংস্থা ‘আমাক’-এর বরাতে এ খবর দিয়েছে।
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে ও গুলি করে হত্যা, নাটোরে খ্রিস্টান দোকানি ও ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যার রেশ না কাটতেই এ হত্যাকাণ্ডটি ঘটল।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া