নিত্যরঞ্জন হত্যাঃ শিবির নেতা রিমান্ডে

প্রকাশঃ জুন ১৪, ২০১৬ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

photo-1465890311

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় আদালত গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের নেতা আরিফুল ইসলামের (২৮) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলাহ এ আদেশ দেন।

এর আগে আরিফুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আবদুল কুদ্দুস মুন্সী। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার রাতে পাবনা সদরের চর ঘোষপুর এলাকার বাড়ি থেকে আটক করা হয় আরিফুল ইসলামকে। তিনি শিবিরের পাবনা শহর শাখার সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর ৫টার দিকে পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংসুর এলাকার মৃত রসিকলাল পাণ্ডের ছেলে। তিনি ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমে সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G