নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

লে-জে-মাহবুবুর-রহমানবিডিআর বিদ্রোহের ঘটনায় চলমান বিচার প্রক্রিয়া দেশের সাধারণ মানুষের সামনে প্রকাশের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, কোনো নিরপরাধ মানুষ যাতে সাজা না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বুধবার বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে বনানীস্থ সামরিক করবস্থানে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৩ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সৈনিক নিহত হওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই চলমান বিচার প্রক্রিয়া দেশের সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে হবে। বিচার প্রক্রিয়ার সচ্ছতাও দাবি করেন সাবেক এ সেনাপ্রধান।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G