নিরাপত্তা ঝুঁকিতে ডেল ল্যাপটপ
প্রতিক্ষণ ডেস্ক
ডেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ডেল ব্র্যান্ডের বেশ কিছু মডেলের ল্যাপটপে নিরাপত্তা সমস্যা রয়েছে। তিনি নিজেই এ তথ্য জানিয়েছে এবং নিরাপত্তা সমস্যাটি নিয়ে শঙ্কিত না হয়ে সমাধানের বিষয়টিও জানিয়েছে।
বিবৃতিতে ডেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডেল ব্র্যান্ডের বেশ কিছু মডেলের ল্যাপটপে সহজ, উন্নত ও দ্রুতগতির সেবা দেয়ার জন্য ‘eDellRoot’ নামক একটি অন-দ্য-বক্স সাপোর্ট সার্টিফিকেট ল্যাপটপের সিস্টেম সার্টিফিকেট স্টোরে ইনস্টল করে দেয়া হয়েছিল। কিন্তু এ সার্টিফিকেটটি নিরাপত্তা ত্রুটি তৈরি করেছে।
তবে ডেলের কোন মডেলের কতগুলো ল্যাপটপে এ ত্রুটি রয়েছে, সে ব্যাপারে তথ্য প্রকাশ করেনি ডেল কর্তৃপক্ষ। অবশ্য ডেলের আরেকটি সূত্র জানিয়েছে, এ বছরের আগস্ট থেকে এই সার্টিফিকেটটি ডেলের ল্যাপটপে যুক্ত করা শুরু হয়।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যেসব ডেল ল্যাপটপে ‘eDellRoot’ সার্টিফিকেটটি ইনস্টল রয়েছে, সেসব ল্যাপটপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাকিং ঝুঁকির মধ্যে রয়েছে। হ্যাকাররা এই ক্রটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক ও তাদেরকে ফেক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে।
ডেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্রটিযুক্ত ‘eDellRoot’ সার্টিফিকেটটি ল্যাপটপ থেকে মুছে ফেলার জন্য ব্যবহারকারীদের সুবিধার্থে একটি অনলাইন টুল (https://edell.tlsfun.de) উন্মুক্ত করেছে।
এ প্রসঙ্গে ডেলের এক মুখপাত্র বলেন, গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি ডেলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অনলাইন টুলের নির্দেশনা থেকে সহজেই eDellRoot সার্টিফিকেটটি ব্যবহারকারীরা মুছে ফেলতে পারবেন। পরবর্তী ল্যাপটপগুলোতে এই সার্টিফিকেট আর যুক্ত করা হবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারিতে লেনোভো ব্র্যান্ডের বেশ কিছু মডেলের ল্যাপটপও নিরাপত্তা সমস্যা পড়েছিল। ‘সুপারফিশ’ নামক একটি প্রি-ইনস্টল অ্যাডওয়্যারের কারণে নিরাপত্তা ঝুঁকিতে ছিল লেনোভো ল্যাপটপ ব্যবহারকারীরা। তবে দ্রুতই অনলাইন টুলের মাধ্যমেই প্রি-ইনস্টল ওই অ্যাডওয়্যারটি রিমুভ করার ব্যবস্থা নেয় লেনোভো কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/এআরকে