নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ গ্রিস
আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংক্ষেপে আইএমএফ’য়ের ঋণ পরিশোধের চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (৩০ জুন)। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের মধ্যে তাদের ১৬০ কোটি ইউরো (১ দশমিক ৬ বিলিয়ন) পরিশোধ করতে ব্যর্থ হয়েছে গ্রিস। ফলে ঋণখেলাপি হল এথেন্স।
স্থানীয় সময় রাত ১০টা(বাংলাদেশ সময় বুধবার ভোর চারটা) নাগাদ সময়সীমা পেরিয়ে যাওয়ায় গ্রিস এখন আনুষ্ঠানিকভাবে ঋণ-খেলাপি। উন্নত বিশ্বের কোনো দেশের ঋণখেলাপি হবার ঘটনা এই প্রথম। একই সাথে আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের চুক্তির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে।
এর ফলে হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা গ্রিসের জন্য এখন নতুন করে অন্য কারো কাছ থেকে ঋণ পাওয়া সহজ হবে না। অবশ্য সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের মেয়াদ বাড়ানোর একটি আবেদন জানিয়েছিল গ্রিস। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি ইউরো জোনের মন্ত্রীরা ।
এ সম্পর্কে আইএমএফ মুখপাত্র গেরি রাইস বলেছেন,‘আমরা গ্রিসের বকেয়া পরিশোধ না করার বিষয়টি আমাদের নির্বাহী বোর্ডকে জানিয়েছি। এখন বকেয়া শোধ করলেই কেবল তারা আরো একবার আইএমএফের অর্থায়ন পেতে পারে।’ গ্রিস যে তাদের কাছে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আবেদন করেছিল সেটিও স্বীকার করেছেন গেরি রাইস। তবে তারা সে আবেদনে সাড়া দেননি।
ইউরোজোনের বেইল আউটের সময় পেরিয়ে যাওয়ায় গ্রিসের পক্ষে এখন আর ইউরোপের কাছ থেকেও অর্থ সাহায্য পাওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক(ইসিবি) গ্রিক ব্যাংকে জমা রাখা তারল্য জব্দ করেছে।
প্রতিক্ষণ/এডি/ফাহিম