নির্বাচনী প্রচারণায় সরগরম ঢাকা

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Sayeed-Khokonঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা ‘আধুনিক নাগরিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি’র  বুলি নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন কমিশনের বিধি মোতাবেক মঙ্গলবার সকালে রাজধানীর কাওরান বাজার থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন ঢাকা উওর সিটি করপোরেশনের আওয়ামী লিগের মেয়র প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক।
তিনি নির্বাচনী প্রচারণার শুরুতে পথচারী, দোকানদার এমনকি অফিসের ভেতরে অব¯’ানকারী কর্মকর্তা-কর্মচারী সহ সকল শ্রেণির লোকের সাথে মতবিনিময় করেন।
এ সময তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে রাজধানী ঢাকাকে আদর্শ ও বাসযোগ্য শহর হিসাবে রুপ দিতে সর্বো”চ চেষ্টা করব।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, তিনি নির্বাচিত হলে প্রয়াত পিতা মোহাম্মদ হানিফের মতোই ঢাকাবাসীর জন্য তিনি তার জীবন উৎসর্গ করবেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেয়র হানিফ ফ্লাইওভারের কুতুবখালি অংশ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে এ অঙ্গীকার করেন তিনি।
এ সময় সাঈদ খোকন বলেন, ঢাকায় পানি, গ্যাস, বিদ্যুৎ, পরিষ্কার-পরি”ছন্নতাসহ অনেক সমস্যা রয়েছে। নির্বাচিত হলে এগুলোর সমাধান করে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।
প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G