নির্বাচনে ভয় পাই না: নাসিম
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মনে রাখবেন, নির্বাচন আমরা ভয় পাই না। নির্বাচন আমরা করেছি, বারবার নির্বাচন করেছি। আপনি নির্বাচনে আসলেন না কেন?’
আজ বৃহস্পতিবার রাজধানীর বংশালের সুরিটোলা হাইস্কুল মাঠে সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রী পার্টি আয়োজিত সমাবেশে নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চেয়েছিলেন। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে মার্শাল ল ঠেকিয়েছে। নির্বাচন করে গণতন্ত্র রক্ষা করেছেন। গণতন্ত্র আছে বলেই হোক আর না হোক খালেদা জিয়া হরতাল-অবরোধ ডাকতে পারছেন। নির্বাচন না হলে এখানে মার্শাল ল থাকত।
খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হোন। খেলা হবে, দেখবেন সে খেলায় কে হারে, কে জেতে। সাহস থাকলে পেট্রলবোমা ছেড়ে সেই নির্বাচনে আসেন। সেই খেলা হবে ফাইনাল খেলা। সেই খেলায় শেখ হাসিনাই জিতবে, জনগণ ভোট দেবে। আপনার মতো বোমাবাজকে ভোট দেবে না।
১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘দেশে একজন “জঙ্গি” নেত্রী আছেন। তিনি হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আমাদের একটাই কাজ, সেই জঙ্গিদের দমন করতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’
বিমানমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি সব রাজনীতির খেলায় পরাজিত হয়ে মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে উত্তর পাড়ায় ষড়যন্ত্র করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
সমাবেশে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘এখনো মান্না সাহেবদের মতো সুশীল বাবুরা অনেকেই অনেকের সঙ্গে কথা বলছেন। সব কথাই ফাঁস হবে। সবারই বিচার হবে। সাবধান হয়ে যান। কাউকে ছাড় দেওয়া হবে না।’
গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহিম প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/রাজন