নির্বাচনে হেরে গেলেন হ্যাপীর আইনজীবী

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

unusসুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (২০১৫-১৬) সেশন নির্বাচনে সভাপতি পদে লড়াই করে হেরে গেলেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি এ নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মো. রুবেল হোসেনকে বিদেশে যাওয়ার অনুমতি ও তার জামিন আদেশ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে হ্যাপীর পক্ষে একটি রিভিশন আবেদন করেছিলেন এই আইনজীবী। আলোচিত হ্যাপীর এ ঘটনাকে কেন্দ্র করেও তিনি আদালতের শুনানিতে না যাওয়ায় হ্যাপীর সে আবেদনটি খারিজ করে দেন আদালত।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে তিনি ভোট পেয়েছেন মাত্র ২৬টি। গতবার পেয়েছিলেন ২২ ভোট। তবে টানা দুই বার হেরে গেলেও ইউনুছ আলী আকন্দ ভবিষ্যতেও সভাপতি পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। যদিও এ পদে নির্বাচনের মনোনয়নপত্র কিনতে ৩০ হাজার টাকা প্রয়োজন হয়।

মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট বারের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে তিনি  বলেন,আমি প্রতি বছরই সভাপতি পদে নির্বাচন করে যাবো। আমাকে আইনজীবীরা অবশ্যই একবার সভাপতি পদে নির্বাচিত করবেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G