চুয়েট প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘‘এডভ্যাঞ্চমেন্ট অব এডমিক্সার সিস্টেমের’’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বররে (সোমবার) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি.এ.এস.এফ. বাংলাদেশ লিমিটেডের কনস্ট্রাকশন ক্যামিকেলের এডমিক্সার সিস্টেমের এসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মো: তৌফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. স্বপন কুমার পালিত, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূইয়াঁ, স্থাপত্য বিভাগে প্রধান প্রফেসর ড. মো: মইনুল ইসলাম, প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব রিফাত আহমেদ ভূইয়াঁ, প্রভাষক জনাব আলতাফ হোসাইন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বি.এ.এস.এফ. বাংলাদেশ লিমিটেডের কনস্ট্রাকশন ক্যামিকেলের বিজনেস ম্যানেজার মিসেস ফাহিমা শাহাদাত, বি.এ.এস.এফ. বাংলাদেশ লিমিটেডের কনস্ট্রাকশন ক্যামিকেলের এক্সিকিউটিভ জনাব সুলতান আরিফ ও তানভীর আহমেদ।
সেমিনারে বলেন, বাংলাদেশের নির্মাণ শিল্প বর্তমানে বেশ অগ্রসর। বিকাশমান এই শিল্পে সংযোজিত হচ্ছে নিত্য নতুন জ্ঞান ও প্রযুক্তি। প্রকৌশলীগণকে কাজ করতে হচ্ছে নতুন নতুন সব প্রযুক্তির সঙ্গে। অনেক অবকাঠামোতে ব্যবহৃত হচ্ছে উচ্চ শক্তির কংক্রিট। তাই সহজেই প্রস্তুত করা যায়, লাভজনক ও পরিবেশ উপযোগী উচ্চ শক্তির কংক্রিটের ব্যাপক ব্যবহার ও বিস্তার বিষয়ে সবাইকে কাজ করতে হবে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ