নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর মৃত্যু

প্রকাশঃ মে ২৭, ২০১৬ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

medical-news-1

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় নির্যাতনের শিকার এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম হাসিনা আক্তার (১২)। সে ময়মনসিংহের কামারপুরের সালমা বেগমের মেয়ে। হাসিনা মোহাম্মদপুরের কাঠপট্টি এলাকায় লিজা নামের এক নারীর বাসায় কাজ করতো।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী বলেন, “হাসিনা শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। ২০ মে ভোর রাতে শফিকুল নামে এক যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে তদন্তে দেখা যায়, ওই যুবক ভুয়া নাম-ঠিকানা দিয়েছিল এবং হাসিনা কাঠপট্টির এক পাঁচতলা ভবনের লিজা নামে এক নারীর বাসায় কাজ করতো।”

সালমার বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আগে সালমা নিজে ওই বাসায় কাজ করতো। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় মেয়েকে ওই বাসায় কাজ করতে পাঠান তিনি।”

নির্যাতনের ঘটনায় হাসিনার মা সালমা বেগম বাদী হয়ে লিজা ও তার স্বামীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন বলে জানান জানে আলম ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G