নিজস্ব প্রতিবেদক
নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে শখ-নিলয় দম্পতিকে দেখা গেলেও, দর্শকরা এবারেই প্রথম এই দম্পতিকে দেখতে যাচ্ছেন মিউজিক ভিডিওর মডেল হিসেবে । সাকিব নজরের পরিচালনায় সাজিদ সরকার ফিচারিং আমিদ ও স্বর্ণার গাওয়া ‘‘ ’’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে শখ-নিলয়কে। ঢাকার বিভিন্ন লোকেশনে তিনদিন ব্যাপি চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি আসছে পহেলা বৈশাখ থেকে ইউটিউব ও বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে।
এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘‘ প্রথমবারের মতো আমরা একসঙ্গে কোন মিউজিক ভিডিওতে কাজ করলাম। শুটিংয়ের অভিজ্ঞতা ছিলো দুর্দান্ত। গানটি আমাদের দুজনেরই বেশ মনে ধরেছে। আর তাই কাজটিও এনজয় করেছি। মিউজিক ভিডিও হিসেবে এটি আমার দ্বিতীয় কাজ। ’’
উল্লেখ্য, এর আগে পড়শীর ‘‘ হৃদয় আমার ’’ গানটিতে মডেল হয়েছিলেন নিলয়।